রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিংগাইরে প্রয়াত শিল্পমন্ত্রী শামসুল ইসলাম খাঁন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ফাইনাল অনুষ্ঠিত

রবিউল হক, স্টাফ রিপোর্টার :
সিংগাইর চান্দহর মাঠে শনিবার (১ নভেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিত হলো প্রয়াত শিল্পমন্ত্রী শামসুল ইসলাম খাঁন (নয়া মিয়া) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল খেলা।
ফাইনালে মুখোমুখি হয় বিডি লায়ন্স মালয়েশিয়া (কেরাণীগঞ্জ) ও সোহাগ ফুটবল একাডেমি (মানিকগঞ্জ)। রোমাঞ্চকর ৪০ মিনিটের খেলায় শেষ পাঁচ মিনিটে নির্ণায়ক গোল করে বিডি লায়ন্স মালয়েশিয়া ১–০ গোলে চ্যাম্পিয়ন হয়।
চান্দহর ক্লাবের আয়োজনে এ খেলায় প্রধান অতিথি ছিলেন ইঞ্জিঃ মঈনুল ইসলাম খান শান্ত, সাবেক সংসদ সদস্য মানিকগঞ্জ–৪ প্রধান উপদেষ্টা ছিলেন মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, অতিরিক্ত সচিব, জাতীয় সংসদ সচিবালয়, খেলা উদ্বোধন করেন হাজী মোঃ আমজাদ হোসেন, সদস্য মানিকগঞ্জ জেলা বিএনপি। প্রধান পৃষ্ঠপোষক: ইয়ার মোহাম্মদ ইয়াছিন সরকার শাওন ঢাকা জেলা যুবদল ও পরিচালক লালন গ্রুপ। পৃষ্ঠপোষক: মোঃ জয়নুল আবেদিন পরমানিক পোল্যান্ড প্রবাসী। সভাপতিত্ব করবেন: মোঃ আজিবর রহমান সরদার সাবেক সাধারণ সম্পাদক, চান্দহর ইউনিয়ন বিএনপি।
পরিচালনায় মোঃ আজিজুল হক টিক্কা- সনিয়র সহ-সভাপতি, চান্দাহর ইউনিয়ন বিএনপি। অধ্যক্ষ মোঃ রুহুল আমীন- সদস্য সচিব, চান্দহর ইউনিয়ন যুবদল। সার্বিক তত্ত্বাবোধায়নে: মোঃ নাইমুর রহমান আকাশ চান্দহর ইউনিয়ন যুবদল মাঠে ছিল হাজারো দর্শকের উল্লাস, আর আয়োজনে স্মরণ করা হয় প্রয়াত শিল্পমন্ত্রী শামসুল ইসলাম খাঁনের অবদান ও স্মৃতি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন — খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয় — এটা যুব সমাজকে মাদক, অপরাধ ও হতাশা থেকে দূরে রাখে। খেলাধুলা মানে শৃঙ্খলা, পরিশ্রম আর ঐক্যের শিক্ষা। আজকের এই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে আমরা প্রয়াত শিল্পমন্ত্রী শামসুল ইসলাম খাঁন (নয়া মিয়া) সাহেবের স্মৃতি স্মরণ করছি। আমার বাবা সারা জীবন উন্নয়ন, মানবতা ও এলাকার অগ্রগতির জন্য কাজ করে গেছেন।
তাঁর সন্তান হিসেবে আমি সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই — আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়েই এগিয়ে যেতে চাই। আমি বিশ্বাস করি, খেলাধুলার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মকে গড়ে তুললে সমাজ ও দেশ দুটোই এগিয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ এমন একটি সুন্দর আয়োজনকে সফল করার জন্য। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন। সেরা খেলোয়াড় ও সেরা গোলরক্ষককে বিশেষ সম্মান দেওয়া হয়
শেয়ার করুন