রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাহসীদেরই বিজয় অনিবার্য প্রকৌশলী গোলাম কিবরিয়া

ইয়াকুব আলী তালুকদার , স্টাফ রিপোর্টার :
তোমরা দৃঢ়ভাবে স্থির থেকো, সাহসী হও এবং অপরাধীদের শিকড়সহ উপড়ে ফেলো। আল্লাহ এবং শুধুমাত্র আল্লাহ-ই তোমাদের রক্ষা করবেন। পুরো জাতি তোমাদের সঙ্গে আছে। ভয় পেও না। এটি তোমাদের জন্য একটি পরীক্ষামূলক পরিস্থিতি। তোমরা কারও বিরুদ্ধে নও, কেবলমাত্র অন্যায়কারীর বিরুদ্ধে। আল্লাহ-ই তোমাদের সর্বোত্তম রক্ষাকারী। তারা চক্রান্ত করেছিল, আর আল্লাহও পরিকল্পনা করেছিলেন। আর আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী।ইরানের নেতৃত্ব, হামাস এবং হিজবুল্লাহ সম্পর্কে চিন্তা করো তারা কী অভূতপূর্ব ত্যাগ স্বীকার করছে নির্ভীক মনে। তাদের চেতনা ও ত্যাগ থেকে শক্তি ও উদ্দীপনা গ্রহণ করো। মানুষের জীবনে কোনো কাজই সহজ নয়। জীবন সংগ্রামে পূর্ণ। বাধা অতিক্রমের সহজ কোনো পথ নেই। জীবন ঝুঁকিতে পূর্ণ, এবং সাফল্য নির্ভর করে প্রতিটি বিপদকে সফলভাবে মোকাবেলা করার ওপর।

যে সব মুসলিমদেরকে মুনাফিকরা বলেছিল যে, তোমাদের বিরুদ্ধে (যুদ্ধ করার জন্য) একদল (কাফের) লোক জমায়েত হয়েছে, সুতরাং, তাদেরকে ভয় কর এতে মু’মিনদের ঈমান আরো বেড়ে গেল এবং তারা বলল “আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম অভিভাবক!” (৩-সূরা আলে ইমরান: আয়াত-১৭৩)

পথ যতই বিপজ্জনক হবে, আল্লাহর পুরস্কার ততই উত্তম ও মহান হবে। তোমাদের প্রমাণ করতে হবে যে, তোমরা আল্লাহর নির্ভীক ও অবিচল সৈনিক। যদি তোমরা তা প্রমাণ করতে পারো, তবে আল্লাহর বরকত ও সাহায্য তোমাদের ওপর বর্ষিত হবে। হে বিশ্বাসীগণ! তোমরা ধৈর্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন।” (সূরা বাকারাহ ১৫৩ আয়াত)

তোমরা তা খোলা চোখে দেখতে পাবে না, কিন্তু যদি তোমরা অন্তর্দৃষ্টি (intuition) বিকাশ করো, তবে তা হৃদয়ের গভীরে অনুভব করতে পারবে, যেমন নবীদের অভিজ্ঞতা হয়। এর জন্য প্রয়োজন অবিরাম প্রচেষ্টা ও সীমাহীন উদ্যম; সাধারণ মানুষ নবুয়তসুলভ এই দায়িত্ব পালন করতে পারে না। শুধুমাত্র সেই বিশেষ মানুষই পারে, যাকে আল্লাহ নিজে মনোনীত করেন, অথবা যিনি নিজেকে সেই যোগ্য করে তোলেন।

আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবদুর রহমান! দায়িত্ব চেয়ো না। কেননা যদি তোমাকে তোমার চাওয়ার কারণে দায়িত্ব দেওয়া হয়, তা হলে তোমাকে নিঃসঙ্গ ছেড়ে দেওয়া হবে। (দায়িত্ব পালনে তুমি আল্লাহর সাহায্য হতে বঞ্চিত হবে।) পক্ষান্তরে যদি তা না চাইতেই তোমাকে দেওয়া হয় তুমি সে বিষয়ে (আল্লাহর পক্ষ হতে) সাহায্যপ্রাপ্ত হবে। এই মিশন তোমাদের ওপর অর্পণ করেছেন আল্লাহ স্বয়ং, এবং তিনিই তোমাদের পথ প্রদর্শন করবেন। এটাই লুকায়িত সত্য। এই মিশন সত্য এবং তা কঠিন ও কঠোর। তবে এই দায়িত্বই তোমাদের জান্নাতে পৌঁছে দেবে।

শেয়ার করুন