সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সরকার অনুমোদন দিলো ১,০৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার এমপিওভুক্তির জন্য

সরকারি অনুদান প্রাপ্ত ১,০৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে শর্তসাপেক্ষে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বর্তমানে সরকারি অনুদানভুক্ত ইবতেদায়ি মাদ্রাসার সংখ্যা ১,৫১৯টি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে আরও কয়েক হাজার স্বতন্ত্র (কোডভুক্ত) ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরেই কর্মসূচি পালন করে আসছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব এস.এম. মাসুদুল হক জানিয়েছেন, প্রধান উপদেষ্টা এমপিওভুক্তির জন্য অনুমোদন দিয়েছেন এবং সংশ্লিষ্ট ফাইল ইতিমধ্যেই আজ তাদের কাছে পৌঁছেছে। কিছুদিনের মধ্যে যারা নির্বাচিত হবে, তাদের শিক্ষকেরা এই বছরের জুলাই মাস থেকে এমপিও সুবিধা ভোগ করতে পারবেন।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের তথ্যানুযায়ী, সরকারি অনুদানভুক্ত ১,৫১৯টি মাদ্রাসার মধ্যে ১,০৮৯টি এমপিওভুক্তির কারণ হলো প্রায় ২০০টি মাদ্রাসা ইতিমধ্যেই দাখিল পর্যায়ে উন্নীত হয়েছে। এছাড়া তিনটি মাদ্রাসার প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ না হওয়ায় এ বিষয়ে পরে আলাদা সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন