সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষকের নতুন পদ বাতিল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার জন্য নতুন সহকারী শিক্ষকের পদ সৃষ্টির পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। বিভিন্ন শিক্ষা ও পেশাজীবী সংগঠনের আপত্তি জানানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার (২ নভেম্বর) সংশোধিত একটি গেজেট প্রকাশ করেছে। এতে ২০২৫ সালের ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা’-তে আগের আগস্টে সংযোজিত সংগীত ও শারীরিক শিক্ষার দুটি সহকারী শিক্ষক পদের ধারা বাতিল করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আখতার খান সাংবাদিকদের বলেন, “সংশোধিত গেজেট প্রকাশ করা হয়েছে। পূর্বের নথিতে চার ধরনের শিক্ষকের কথা বলা হলেও নতুন সংস্করণে শুধুমাত্র দুটি ক্যাটাগরি রাখা হয়েছে। সংগীত ও শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষকের পদ আর নেই।”

এর আগে, ২৮ আগস্ট প্রকাশিত গেজেটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার জন্য দুটি নতুন সহকারী শিক্ষক পদের সুপারিশ করা হয়েছিল।

শেয়ার করুন