রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সম্পত্তির বিরোধ নিয়ে গর্ভধারিনী মাকে কাঠগড়ায় দাঁড় করালো নিজ সন্তান

সম্পত্তির বিরোধ নিয়ে গর্ভধারিনী মাকে কাঠগড়ায় দাঁড় করালো নিজ সন্তান
শহরের নগর খাঁনপুর এলাকায় আপন মা’ ও ছোট ভাইয়েয় বিরুদ্ধে অভিযোগ করে কাঠগড়ায় দাঁড় করিয়াছে আবুল বাশার নামের কতিপয় ব্যক্তি। উল্লেখ্য বেশকিছু দিন যাবত ছোট ভাই রাকিবের সাথে তার-ই বড় ভাই আবুল বাশার এবং তার স্ত্রী মুনা বেগমের সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল।
 অভিযোগকারী আঃ রাকিব (৩৬) জানান, ওয়ারিশান সূত্রে সম্পত্তির ভাগ করতে চাইলে তার বড় ভাই মোঃ আবুল বাশার (জনি) ও তার স্ত্রী মুনা বেগম তাকে বেদম মারধর করে। এমতাবস্থায় ১ সপ্তাহ অতিবাহিত হলেও বিষয়টির কোন সুফল পায়নি ভুক্তভোগী রাকিব। গত (২৭ সেপ্টেম্বর) রাকিব অভিযোগ করেন যে, তার পিতা মারা যাওয়ার পর পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দেয়। পিতার মৃত্যুপূর্বক সম্পত্তি বণ্টনের বিষয়ে সবাই মৌখিকভাবে সম্মত হলেও বড় ভাই আবুল বাশার একাই সম্পত্তি ভোগ করতে চেয়েছেন। এ নিয়ে ভুক্তভোগী রাকিবের পক্ষ থেকে  একাধিকবার পারিবারিক মিমাংশার চেষ্টা করা হলেও এলাকাবাসী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের অনেক চেষ্টার পরেও তা হয়ে ওঠেনি।
গত  ৫ অক্টোবর বড় ভাই আবুল বাশারের অভিযোগ অনুযায়ী জেল হাজত থেকে কাঠগড়ায় দাঁড় করায় তার মা এবং তার ছোট ভাই রাকিবকে। এতে জনমনে উদ্বেগ এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে যে, নিজের গর্ভধারিনী মা’কে কাঠগড়ায় দাঁড় করানো এলাকাবাসী কেউ মেনে নিতে পারছে না। বিষয়টি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
শেয়ার করুন