বলিউডের রূপালি পর্দার চিরচেনা রাজা, অনুরাগীদের হৃদয়ের চিরকালীন ‘বাদশাহ’ শাহরুখ খান আজ পা রাখছেন জীবনের ষাটতম অধ্যায়ে। ২ নভেম্বর, এই দিনটি বিশ্বজুড়ে কোটি ভক্তের কাছে কেবল একটি তারিখ নয়—এ যেন এক উৎসব, ভালোবাসা আর শ্রদ্ধার অনন্য প্রতীক। জন্মদিনের বিশেষ এই দিনে তিনি মুম্বাইয়ের কোলাহল থেকে একটু দূরে, আলিবাগের মনোরম ভিলায় পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে উদযাপন করবেন জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্ত।
বিশ্বস্ত সূত্র জানায়, উদযাপন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। শাহরুখের ঘনিষ্ঠজনেরা ১ নভেম্বর থেকেই আলিবাগে পৌঁছেছেন, সেখানে চলছে সাজসজ্জা, প্রস্তুতি ও আনন্দের আড্ডা। সাধারণত প্রতি বছর মুম্বাইয়ের ব্যান্ড্রায় অবস্থিত তার ঐতিহ্যবাহী বাসভবন ‘মান্নত’-এ ভক্তদের ঢল নামে জন্মদিন উপলক্ষে। ভক্তরা রাতভর অপেক্ষা করেন, প্রিয় তারকাকে এক নজর দেখার জন্য। তবে এবার ভিন্ন দৃশ্য—কারণ ‘মান্নত’-এ চলছে সংস্কার কাজ, আর সেই কারণেই উদযাপনের স্থান পরিবর্তন হয়েছে।
এই জন্মদিনকে ঘিরে আরেকটি বড় খবর এসেছে শাহরুখের নতুন সিনেমা ‘কিং’–কে ঘিরে। আজই ছবিটি নিয়ে প্রকাশ পেতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। সিনেমাটি পরিচালনা করছেন অ্যাকশন ঘরানার জনপ্রিয় পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সবচেয়ে বড় চমক—এই ছবির মাধ্যমেই একসঙ্গে বড় পর্দায় আসছেন শাহরুখ খান ও তার কন্যা সুহানা খান। এটি হবে বাবা-মেয়ের প্রথম যৌথ অভিনয়, যা নিয়ে বলিউডে ও ভক্তদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উন্মাদনা।
‘কিং’-এর মধ্য দিয়েই দুই বছরের বিরতির পর আবারও রূপালি পর্দায় ফিরছেন শাহরুখ খান। ২০২৩ সালে পরপর ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’ দিয়ে তিনি বলিউডে নিজের শাসন আরও মজবুত করেছেন। সেই ধারাবাহিকতায় নতুন ছবির ঘোষণা যেন তার ষাটতম জন্মদিনকে আরও মহিমান্বিত করে তুলেছে।
৬০ বছর বয়সেও শাহরুখ খানের ক্যারিশমা, তার প্রাণবন্ত উপস্থিতি এবং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার ক্ষমতা আগের মতোই দীপ্তিময়। এক যুগ থেকে আরেক যুগ পেরিয়ে তিনি যেন সময়কেও হার মানিয়েছেন। আজকের উদযাপন তাই কেবল একটি জন্মদিন নয়—এ যেন এক কিংবদন্তির যাত্রাপথের উদযাপন, যেখানে পরিবার, বন্ধু, সহকর্মী ও কোটি ভক্ত একসঙ্গে মিশে আছে ভালোবাসার বন্ধনে।
বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান আজও প্রমাণ করে চলেছেন—সময় তার জনপ্রিয়তাকে ম্লান করতে পারেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হয়েছে মানুষের ভালোবাসা। ষাটেও তিনি নবীন, উদ্যমী, এবং অনন্য—যেমন ছিলেন শুরুতে, তেমনি আজও, বলিউডের প্রকৃত বাদশাহ!





