শ্রীপুরে তারুণ্যের উৎসব-২০২৫ (২য় পর্যায়) উদযাপন উপলক্ষে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ফুটবল ও ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
০৩ নভেম্বর সোমবার বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা মিনি স্টোডিয়ামে কাদিরপাড়া ইউনিয়ন ফুটবল দল ও সব্দালপুর ইউনিয়ন ফুটবল দলের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে প্রতিযোগীতা অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মামুন খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার আব্দর রশীদ, পল্লী সঞ্চয় ব্যাংক শ্রীপুর শাখা ব্যবস্থাপক বিধান কুমার দাস, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, শ্রীপুর উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব হোসেন খাঁন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী বলেন, সকল খেলোয়াড় সুশৃঙ্খল ভাবে খেলবে, কোনো রকম সমস্যা যেন সৃষ্টি না হয়। খেলার বিষয়টি যেন খেলার মাঠেই থাকে। খেলায় রেফারির সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ধরা হবে।
উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানা যায়, ইউনিয়ন পর্যায়ে উপজেলার ৮ টি ইউনিয়ন টিমের নক আউট পর্বের খেলা শেষে বিজয়ীদের মধ্যে ১০ নভেম্বর সকাল ১০ টায় ১ম সেমিফাইনাল ও বিকাল ৩ টায় ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সেই সাথে সেমিফাইনালে বিজয়ী দুই দলের নিয়ে ১৩ নভেম্বর ইউনিয়ন পর্যায়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনালে বিজয়ী





