গাজীপুরে রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশন এবং রেলওয়ে কর্তৃপক্ষের যৌথ দল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জয়দেবপুর রেলগেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাবাসসুম, গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আল মামুন ও অঞ্চল-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায়া রিছিল। এছাড়া রেলওয়ে পুলিশ, জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায়া রিছিল জানান, জয়দেবপুর রেলগেট গাজীপুর শহরে প্রবেশের অন্যতম প্রধান পথ, যেখানে প্রতিদিন ভয়াবহ যানজট সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ—রেলক্রসিং সংলগ্ন রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনা পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করছে এবং যানজট বাড়াচ্ছে। তাই জনস্বার্থে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, উচ্ছেদকৃত জমিতে পুনরায় যাতে দখল বা দোকান বসানো না যায়, সে বিষয়ে কড়াকড়ি নজরদারি রাখা হবে।
স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, রেললাইনের পাশে গড়ে ওঠা এসব দোকানপাটের কারণে প্রতিদিন পথচারীদের চলাচল দুঃসহ হয়ে পড়েছিল। পাশাপাশি সেখানে চুরি ও ছিনতাইয়ের ঘটনাও ঘটত নিয়মিত। তিনি আশা প্রকাশ করেন, এই উচ্ছেদ কার্যক্রমের মাধ্যমে এলাকার শৃঙ্খলা কিছুটা ফিরবে।
গাজীপুর আদালতের আইনজীবী সাইফুল ইসলাম বলেন, “প্রায়ই পুলিশ হকার ও ভ্যান উচ্ছেদ করলেও তারা কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে আসে। এতে জনদুর্ভোগের কোনো স্থায়ী সমাধান হয় না।” তিনি প্রশাসনের কাছে দাবি জানান, এ অভিযান যেন স্থায়ীভাবে কার্যকর হয় এবং রেলওয়ের জমি পুনরায় দখল না হয়, তা নিশ্চিত করতে হবে।





