রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাষ্ট্র চলে সংবিধান ও আইনের বিধান অনুযায়ী ‘ আবেগ দিয়ে না’ : সালাহউদ্দিন আহমেদের মন্তব্য

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র কোনো আবেগ বা ইমোশনে পরিচালিত হয় না, বরং চলে সংবিধান ও আইনের বিধান অনুযায়ী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) আয়োজিত ‘চব্বিশের বাংলাদেশে তারুণ্যের ভাবনা: শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “অনেকে বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় প্রধান উপদেষ্টা এখনই একটি আদেশ বা নির্দেশ জারি করতে পারেন। কিন্তু রাষ্ট্র কোনো বৈপ্লবিক আবেগে চলে না। রাষ্ট্র পরিচালিত হয় আইনি কাঠামো ও সাংবিধানিক নিয়মে।” তিনি আরও বলেন, “শোনা যাচ্ছে, ‘এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার’ জারি করে জাতীয় সনদ কার্যকর করা যেতে পারে—এমন প্রস্তাবও কেউ কেউ দিয়েছেন। কিন্তু সংবিধান অনুযায়ী সরকার প্রধানের নিজস্বভাবে কোনো আইন জারির ক্ষমতা নেই। সরকার চাইলে মন্ত্রিসভার অনুমোদনের মাধ্যমে প্রজ্ঞাপন বা গেজেট নোটিফিকেশন জারি করতে পারে, কিন্তু সেটাই সংবিধানসম্মত উপায়।”

গত ১৭ আগস্ট জুলাই সনদে স্বাক্ষর হলেও তা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এখনো চূড়ান্ত সুপারিশ দেয়নি জাতীয় ঐকমত্য কমিশন। বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর কমিশন এ বিষয়ে প্রাথমিক খসড়া তৈরি করছে বলে জানা গেছে। খসড়ায় উল্লেখ আছে, জুলাই সনদ বাস্তবায়নে একটি বিশেষ আদেশ ও গণভোট সংক্রান্ত অধ্যাদেশ প্রণয়নের প্রস্তাব করা হয়েছে। এ প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, “সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী আইন প্রণয়নের ধারায় সংবিধান সর্বোচ্চ, এরপর জাতীয় আইন, তারপর অধ্যাদেশ ও আদেশ। কাজেই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সাংবিধানিক কাঠামো মেনেই অগ্রসর হতে হবে।”

গণভোট প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা আগেই বলেছি, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের আগে জনগণের সার্বভৌম সম্মতি নিতে হবে। কারণ সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী জনগণই প্রজাতন্ত্রের মালিক। তাই গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া উচিত।” তিনি আরও জানান, জুলাই সনদে স্বাক্ষর না করা পাঁচটি দলের মধ্যে দুটি এখন আলোচনার পর্যায়ে আছে। “একটি দল ইতোমধ্যে স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছে, আরেকটি দল আলোচনার মাধ্যমে নিজেদের দাবি উত্থাপন করছে। আশা করি, তাদের দাবি-দাওয়াগুলোর বিষয়ে যৌক্তিক সমাধান আসবে,” বলেন বিএনপির এই নেতা।

শেয়ার করুন