মোঃ কামরুল ইসলাম রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জ ৩ রায়গঞ্জ, তাড়াশ সলঙ্গা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডঃ মাওঃ অধ্যাপক আঃ সামাদ গ্রামের পর গ্রাম অবিরাম গনসংযোগ করে যাচ্ছেন । ০৮ অক্টোবর বুধবার সকালে রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের প্রতিটি গ্রামে গনসংযোগ করেন ও বিকেলে অত্র ইউনিয়নের সবগুলো হাট ও বাজার প্রতিটি মানুষের কাছে দোয়া চেয়েছেন। তিনি সকল মানুষের মাঝে একটি কথা স্মরণ করিয়ে দেন দেশে যে বস্তা পচা নিয়ম কানুন আছে তা বদলাতে পারলেই ও সৎ মানুষ দ্বারা পরিচালিত হলেই জনগণের ভাগ্য খুলে যাবে।
গ্রামের সাধারণ মানুষ তার মত একজন উচ্চ শিক্ষিত মানুষ কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়েছেন।একদম প্রান্তিক জনগোষ্ঠীর সাথে মিশে একাকার হয়ে গেছেন। হিন্দু মুসলিম সবাই কাজ রেখে, ব্যাবসা তার সাথে দেখা করতে ও একটু কথা বলতে ছুটে আসতে দেখা গেছে।
তিনি ধানগড়া ইউনিয়নের দক্ষিণ এলাকার সবগুলো গ্রামের মানুষের সাথে কথা বলার চেষ্টা করছেন। এসময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি মাওঃ মোঃ রুহুল আমিন জিহাদী, মসজিদ মিশনের সেক্রেটারি, মাওঃ আব্দুল মতিন, নলকা ইউনিয়নের আমীর, আঃ মালেক, সেক্রেটারি, রুহুল আমিন, ধানগড়া ইউনিয়নের সভাপতি, মোহাম্মদ আলী, সেক্রেটারি মাওলানা আঃ মমিন, সকল ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । যেখানে অন্যান্য রাজনৈতিক দলের কোনো প্রকার প্রার্থীর নাম ই ঘোষণা করাই সম্ভব হয়নি প্রচার তো পরের বিষয় সেখানে জামায়াতে ইসলামীর প্রার্থী ডঃ মাওঃ অধ্যাপক আঃ সামাদ আসনের প্রতিটি থানায় প্রতিটি ইউনিয়নে,ও ওয়ার্ডে নিয়মিত প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন।





