হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। ২০ সদস্যবিশিষ্ট প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আরবী বিভাগের শিক্ষার্থী মো. আব্দুন নূর এবং সাধারণ সম্পাদক হিসাবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. ইয়াছিন মিয়া নির্বাচিত হয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের শিক্ষক ড. আবু সালেহ মুহাম্মদ তোহা, সহকারী প্রক্টর ড. মুহা. রফিকুল ইসলাম এবং ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম-এর অনুমোদনে উক্ত কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় রাইটার্স সোসাইটি’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা, মনন এবং নেতৃত্বে শিক্ষার্থীদের সাহিত্যচর্চা, পত্রিকায় লেখালেখি এবং সমসাময়িক বিষয়ে সৃজনশীল চিন্তাধারার বিকাশে কাজ করবে। সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ এবং বিভাগের লেখক, কলামিস্ট এবং সাহিত্যপ্রেমী শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে লেখালেখির একটি বুদ্ধিবৃত্তিক পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করবে।
সাধারণ সম্পাদক বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখালেখি চর্চার পাশাপাশি সমাজ ও দেশকে নেতৃত্ব দেওয়ার গুণাবলি অর্জনের লক্ষ্যে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় রাইটার্স সোসাইটি’ কাজ করবে।
নবগঠিত কমিটি অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. একরামুল হক, সাংগঠনিক সম্পাদক তারেক আলি, সহ-সাংগঠনিক সম্পাদক উম্মে সাবাইনা সুলতানা, অর্থ সম্পাদক মো. আশিক, দপ্তর সম্পাদক সাফিয়া ইসলাম দিশা, সাহিত্য সম্পাদক সাবরিনা শারমিন, প্রচার সম্পাদক মো. সাকিব হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আল ইমরান, সম্পাদনা পর্ষদ ১. ফজলে রাব্বি সম্পাদনা পর্ষদ ২. মোহা, সাহিদ আলী,সম্পাদনা পর্ষদ ৩. মো. ফাহিম হোসেন
কার্যনির্বাহী সদস্য ১. সাইমা আক্তার, কার্যনির্বাহী সদস্য ২. মো. আল আমিন, কার্যনির্বাহী সদস্য ৩. সুমাইয়া আক্তার, কার্যনির্বাহী সদস্য ৪. তিথি বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য ৫. মোছা. সাদিয়া সুলতানা রিয়া, কার্যনির্বাহী সদস্য ৬. রাকিবুল ইসলাম।
								
															




