রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীর নারিকেল বাড়িয়ার পুকুরে অজ্ঞাত লাশের পরিচয় মিলল

অপু দাস, স্টাফ রিপোর্টার :

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নারিকেল বাড়িয়া এলাকায় পুকুর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম লিটন আলী (৩৫)। তাঁর বাড়ি রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি গ্রামে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্থানীয়রা পুকুরে লাশটি ভাসতে দেখে থানায় খবর দেন। পরে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত লিটন আলীর পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও একটি লুঙ্গি। পুকুরপাড়ে পড়ে ছিল একটি লাল গামছা, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে। স্থানীয়রা ধারণা করছেন, এটি দুর্ঘটনা নাও হতে পারে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “সকালে হাঁটতে বের হয়ে দেখি পুকুরে কিছু একটা ভাসছে। কাছে যেতেই বুঝতে পারি এটি মানুষের লাশ। মুহূর্তেই এলাকায় হৈচৈ শুরু হয়।”

ঘটনাস্থলে ভিড় জমে কৌতূহলী মানুষজনের। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে।

রাজশাহীর শান্ত নারিকেল বাড়িয়া এলাকার বাসিন্দারা বলছেন, “আমাদের এলাকায় এমন ঘটনা আগে ঘটেনি। এখন সবাই আতঙ্কে আছে।”

লিটন আলীর মৃত্যুর রহস্য ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। এটি কি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—সে প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে তদন্তের ফলাফলের জন্য।

শেয়ার করুন