সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে হোমিওপ্যাথির আড়ালে অ্যালকোহল বাণিজ্য , র‍্যাবের অভিযানে দুইজন গ্রেপ্তার

অপু দাস, রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী মহানগরীর পবা থানার কয়ড়া এলাকায় হোমিওপ্যাথির  আড়ালে চলছিল অবৈধ অ্যালকোহল বাণিজ্য। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করেছে ১০৮ বোতল অ্যালকোহল। এ সময় দুইজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
রবিবার (২৬ অক্টোবর) রাত ১২টা ৩০ মিনিটের দিকে র‍্যাব-৫ এর একটি দল পবা থানার কয়ড়া এলাকায় অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন—পবা থানার কয়ড়া গ্রামের মো. কোরবান আলী (৪০) এবং একই থানার মাড়িয়া গ্রামের মো. মোকছেদ (৫৫)।
অভিযানকালে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ডও জব্দ করা হয়। র‍্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়—আটক ব্যক্তিরা হোমিওপ্যাথি ওষুধের আড়ালে ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত অবৈধ মাদক দ্রব্য বিক্রি করছিল। তারা যুব সমাজের মধ্যে এসব ‘ওষুধ’ নামের অ্যালকোহল সরবরাহ করত।
পরে র‍্যাব সদস্যরা তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে অভিযান চালায়। হোমিওপ্যাথি ওষুধের কার্টনের ভেতর লুকানো ১০৮ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, অধিক মুনাফার আশায় তারা দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথির ব্যবসার আড়ালে রাজশাহী মহানগর ও আশপাশের এলাকায় এই অবৈধ অ্যালকোহল বিক্রি করছিল।
র‍্যাব জানায়, এ ঘটনায় পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি।
শেয়ার করুন