অপু দাস, স্টাফ রিপোর্টার :
রাজশাহী নগরীর এক নির্জন পুকুরপাড় থেকে উদ্ধার হলো এক বিদেশি পিস্তল! ঘটনাটি স্থানীয়দের মধ্যে তৈরি করেছে চাঞ্চল্য। রবিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুরে বোয়ালিয়া মডেল থানার টহল টিম জানতে পারে—অলোকা মোড়ের গোপাল পচা পুকুরের পাড়ে পড়ে আছে একটি অস্ত্র। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল টিমের ইনচার্জ থানার ওসিকে বিষয়টি জানান। পরে ওসি’র নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুপুর আড়াইটার দিকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রটির গায়ে খোদাই করা আছে—“Made in USA”। আইনানুগ প্রক্রিয়ায় অস্ত্রটি পরীক্ষার জন্য পাঠানো হবে। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।
স্থানীয়দের ধারণা, কোনো অপরাধী দল তাড়া খেয়ে বা গোপনে অস্ত্রটি ফেলে রেখে পালিয়েছে। তবে পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রহস্যের জট খুলছে না।





