রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে এনসিপির বর্ণাঢ্য শোভাযাত্রা : ঐক্য, সংগঠন বিস্তার ও জনসম্পৃক্ততার অঙ্গীকার

অপু দাস, স্টাফ রিপোর্টার :
রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নবগঠিত আহবায়ক কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে। রবিবার বিকেলে অনুষ্ঠিত এ শোভাযাত্রা রাজশাহী নগরীর জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে সাহেব বাজার, সোনাদিঘির মোড়, মহিলা কলেজ, নিউ মার্কেট ও আলকার মোড় প্রদক্ষিণ শেষে গণকপাড়ায় অবস্থিত দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে নেতৃবৃন্দ দলের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং রাজশাহীতে জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এনসিপিকে জনগণের আস্থার সংগঠনে রূপ দিতে তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তারই হবে প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর এনসিপির আহবায়ক মোবাশ্বের আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোবাশ্বের হোসেন, সদস্য সচিব মো. আতিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান জুয়েল, যুগ্ম সদস্য সচিব ফাহাবীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক উদয়সহ দলের অন্যান্য নেতাকর্মীরা
শেয়ার করুন