ভারতের রপ্তানি মার্চের পর থেকে সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ হ্রাস পেয়েছে। ভারতের তথ্য অনুযায়ী, মে মাসে যুক্তরাষ্ট্রে রপ্তানি ছিল ৮.৮ বিলিয়ন ডলার, যা সেপ্টেম্বর পর্যন্ত নেমে এসেছে ৫.৫ বিলিয়ন ডলারে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য রোববার (২ নভেম্বর) রাতে প্রকাশ করেছে।
জিটিআরআই জানিয়েছে, চলতি বছরের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতের ওষুধ, স্মার্টফোন, ধাতু ও গাড়ি খাতের রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমেছে। ফার্মাসিউটিক্যাল খাতের রপ্তানি মে মাসের ৭৪৫.৬ মিলিয়ন ডলার থেকে সেপ্টেম্বর মাসে নেমে হয়েছে ৬২৮.৩ মিলিয়ন ডলারে, যা প্রায় ১৫.৭ শতাংশ হ্রাস। শিল্প ধাতু ও গাড়ির যন্ত্রাংশের রপ্তানি ৬০০ মিলিয়ন ডলার থেকে কমে ৫০০ মিলিয়নে দাঁড়িয়েছে, অর্থাৎ ১৬.৭ শতাংশ হ্রাস পেয়েছে।
জিটিআরআই-এর প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেন, অ্যালুমিনিয়াম রপ্তানি ৩৭ শতাংশ, তামা ২৫ শতাংশ, গাড়ির যন্ত্রাংশ ১২ শতাংশ এবং লোহা-ইস্পাত ৮ শতাংশ কমেছে। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে বিশ্বের অন্যান্য দেশে প্রযোজ্য একই শুল্ক থাকায় এই হ্রাস সম্ভবত যুক্তরাষ্ট্রের শিল্প খাতের মন্দার কারণে, ভারতের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার কারণে নয়।
শ্রীবাস্তব আরও জানান, শ্রমনির্ভর খাত যেমন টেক্সটাইল, রত্ন ও গহনা, রাসায়নিক, কৃষিপণ্য এবং যন্ত্রপাতির রপ্তানি ৩৩ শতাংশ হ্রাস পেয়েছে। এই খাতের রপ্তানি মে মাসে ৪.৮ বিলিয়ন ডলার থেকে সেপ্টেম্বর পর্যন্ত নেমে এসেছে ৩.২ বিলিয়ন ডলারে।
সৌর প্যানেল রপ্তানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মে মাসে ২০২.৬ মিলিয়ন ডলার থেকে সেপ্টেম্বর পর্যন্ত তা কমে দাঁড়িয়েছে ৭৯.৪ মিলিয়ন ডলারে, অর্থাৎ ৬০.৮ শতাংশ হ্রাস। পোশাক ও বস্ত্র রপ্তানিতেও বড় পতন হয়েছে; মে থেকে সেপ্টেম্বরের মধ্যে রপ্তানি কমে ৯৪৪ মিলিয়ন ডলার থেকে ৫৯৭ মিলিয়নে, যেখানে তৈরি পোশাক ৪৪%, গৃহসজ্জার টেক্সটাইল ১৬% এবং সুতা ও ফেব্রিকস ৪১% কমেছে।
সমুদ্রজাত ও সামুদ্রিক খাদ্য রপ্তানিও প্রায় অর্ধেক কমেছে। মে থেকে সেপ্টেম্বরের মধ্যে এই খাতের রপ্তানি ২২৩ মিলিয়ন ডলার থেকে নেমে এসেছে ১১৩ মিলিয়ন ডলারে। এটি ভারতের শ্রমনির্ভর খাতের জন্য বড় ধাক্কা।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র গত ২৭ আগস্ট থেকে ভারতের বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ওয়াশিংটন জানিয়েছে, রাশিয়ার তেল ক্রয় এবং ইউক্রেনে মস্কোর আগ্রাসনে অর্থায়নের কারণে নয়াদিল্লি এই শাস্তিমূলক শুল্কের সম্মুখীন হয়েছে।





