রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

যশোরে পারিবারিক বিরোধে দাদার আঘাতে শিশু নিহত

যশোরে পারিবারিক বিরোধে দাদার আঘাতে শিশু নিহত
যশোরের ফতেপুর ইউনিয়নে মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটার পর পারিবারিক কলহের জেরে দাদার লাঠির আঘাতে দেড় মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম মাহেরা আক্তার মিনতাহা, তিনি মিরাজুল হকের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁনপাড়া গ্রামের ভ্যানচালক শাহাজাহান প্রায়ই স্ত্রী শিউলি বেগমের সঙ্গে ঝগড়া করতেন। (০৭) সেপ্টেম্বর বিকালে তুচ্ছ বিষয় নিয়ে দাম্পত্য কলহ বাঁধে তার স্ত্রীর সাথে। এক পর্যায়ে শাহাজাহান রাগের মাথায় লাঠি নিয়ে স্ত্রীকে আঘাত করতে যান। তবে সেই আঘাতটি সরাসরি শিশুর মাথায় লাগে।
শিশুটি গুরুতর আহত হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ শাহাজাহানকে আটক করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহাজাহান মূলত স্ত্রীকে আঘাত করতে গিয়েছিলেন, কিন্তু সেই আঘাতেই শিশুটি মারা যায়। বর্তমানে শিশুর মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির অকাল মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।
শেয়ার করুন