শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

যশোরে এইডস আক্রান্তের সংখ্যায় উদ্বেগজনক বৃদ্ধি

মোঃ জুম্মান হোসেন , ( যশোর )  প্রতিনিধি :

যশোরে এইচআইভি/এইডস আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্যে দেখা যাচ্ছে, বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের মধ্যে এই সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে।
স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবর পর্যন্ত যশোর জেলায় ৪০ জনের বেশি এইচআইভি/এইডসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৫ জনই শিক্ষার্থী, যাদের বয়সসীমা ১৭ থেকে ২৩ বছরের মধ্যে। এই পরিসংখ্যান গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি, যা স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং অভিভাবকদের মধ্যে বড় ধরনের দুশ্চিন্তা তৈরি করেছে।
সংক্রমণের ভয়াবহ চিত্র
সরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নতুন আক্রান্ত ৪০ জনের মধ্যে ২৩ জন পুরুষ এবং ১৪ জন নারী। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই আক্রান্তদের মধ্যে ২৫ জনই শিক্ষার্থী। গত বছর (২০২৪ সালে) যেখানে মোট ২৫ জন আক্রান্তের মধ্যে শিক্ষার্থী ছিল মাত্র ১২ জন, সেখানে এ বছর মাত্র দশ মাসেই সেই সংখ্যা দ্বিগুণের বেশি ছাড়িয়েছে।
প্রাপ্ত তথ্যে আরও জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে ২৩ জন সমকামী। গত বছর যশোরে মোট ২৫ জন এইচআইভি/এইডসে আক্রান্ত হয়েছিলেন এবং তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছিল।
বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এআরটি (অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি) সেন্টারে মোট ২২০ জন এইচআইভি/এইডস আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। এই রোগীরা শুধু যশোর নয়, খুলনা বিভাগের অন্যান্য জেলা থেকেও এসেছেন।
যশোরের জনসংখ্যা প্রায় ৩০ লাখ ৪৬ হাজার। সেই হিসাবে, প্রতি এক লাখ মানুষের মধ্যে প্রায় একজন এইচআইভি/এইডস রোগী রয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় এবং পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশেষ করে তরুণদের মধ্যে সংক্রমণের ঊর্ধ্বগতি জনস্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এআরটি সেন্টারের মূল সমন্বয়কারী ডা. কানিজ ফাতেমা এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “তরুণদের মধ্যে এইচআইভি আক্রান্তের হার বর্তমানে উদ্বেগজনকভাবে বাড়ছে। তাদের কৌতূহল এখন বিপরীত লিঙ্গের চেয়ে সহলিঙ্গের প্রতি বেশি দেখা যাচ্ছে, যা এক ধরনের সামাজিক চক্রান্তের ফল হতে পারে।” তিনি এই সংক্রমণ রোধে দ্রুত সামাজিক সচেতনতা ও সতর্কতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
শেয়ার করুন