জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি :
যশোর-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার ঢাকার গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ খবর শোনার পরই অভিনন্দনের জোয়ার বইছে নেতাকর্মীদের মাঝে।
মনোনয়ন ঘোষণার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। জেলা সদর থেকে ইউনিয়ন পর্যন্ত শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল নেমেছে। ফেসবুকজুড়ে চলছে শুভেচ্ছার বন্যা। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও সামাজিক যোগাযোগমাধ্যমে অমিতকে অভিনন্দন জানাচ্ছেন। কেউ লিখেছেন, যোগ্য নেতার যোগ্য হাতে দায়িত্ব গেছে, আবার কেউ বলছেন যশোরবাসীর প্রত্যাশা পূরণ হবে এবার।
অনিন্দ্য ইসলাম অমিত প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে যশোর জেলা বিএনপি ও কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। এর আগে স্বেচ্ছাসেবক দল ও তরুণ নেতৃত্বের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। যশোর সদর উপজেলায় তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অনিন্দ্য ইসলাম অমিত। অমিতের মনোনয়নকে কেন্দ্র করে যশোরে বিএনপির অঙ্গসংগঠনগুলোতে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। তরুণ কর্মীরা বলছেন, তরুণ প্রজন্মের নেতৃত্বে বিএনপির রাজনীতি আরও শক্তিশালী হবে।





