ইয়ামি গৌতম ও ইমরান হাশমি অভিনীত আসন্ন সিনেমা ‘হক’ মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে। শাহ বানো বেগমের উত্তরাধিকারীরা ইন্দোর হাইকোর্টে আবেদন করে আগামী ৭ নভেম্বর নির্ধারিত মুক্তি স্থগিতের অনুরোধ জানিয়েছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, শাহ বানোর পরিবারের আইনজীবী তৌসিফ ওয়ারসি আদালতে দাখিল করা আবেদনে দাবি করেছেন— সিনেমাটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এবং এখানে শরিয়াহ আইনকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
এছাড়া শাহ বানোর জীবনের ঘটনাগুলো চলচ্চিত্রে তুলে ধরতে নির্মাতারা পরিবারের কাছ থেকে কোনো অনুমতি নেননি বলেও অভিযোগ করেছেন তারা। আদালত শিগগিরই এ বিষয়ে শুনানি নেবে।
আইনজীবী তৌসিফ ওয়ারসি বলেন, “এই সিনেমা দুই ঘণ্টারও বেশি দীর্ঘ। শাহ বানোর জীবনের কোন দিকগুলো কীভাবে দেখানো হয়েছে, তা আমরা জানি না। তাই মুক্তির আগে এর মূল কাহিনি ও বিষয়বস্তু আদালতের সামনে উপস্থাপন করতে হবে।”
উল্লেখ্য, ‘হক’–এর ট্রেলার প্রকাশের পর দর্শকরা প্রশংসা করলেও, মুক্তির আগেই সিনেমাটি বিতর্কে জড়িয়ে পড়েছে। এর আগে শাহ বানোর পরিবার নির্মাতাদের কাছে আইনি নোটিশ পাঠিয়ে জানিয়েছিল— তাদের অনুমতি ছাড়া শাহ বানোর ব্যক্তিজীবন পর্দায় তোলা মানহানিকর।
								
															




