সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মান্দায় চৌবাড়িয়া হাটে জামায়াতের গণসংযোগে জনস্রোত

এম এ মতিন, নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মান্দা উপজেলার ১ নং ভাঁরশো ইউনিয়নের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোমবার (৩ নভেম্বর) বিকেলে চৌবাড়িয়া হাটে গণসংযোগ ও পথসভা আয়োজন করে। এতে অংশ নেন হাজারো নেতা-কর্মী ও সাধারণ জনগণ, যা এক পর্যায়ে পরিণত হয় গণজোয়ারে।
চৌবাড়িয়া হাটের প্রতিটি রাস্তায় মানুষের ঢল নেমে আসে। গণসংযোগ শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমির ও ৪৯-নওগাঁ-৪ (মান্দা) আসনে এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব।
তিনি বলেন, “৫৪ বছরের অবহেলিত মান্দাকে আধুনিক ও মডেল মান্দা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। আত্রাই ও শিব নদী খনন, আত্রাই নদীর ওপর ছয়টি নতুন সেতু, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক হাসপাতালে রূপান্তর— এসবই আমাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “পেশিশক্তি দিয়ে কাউকে আর দমিয়ে রাখা যাবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, দেশপ্রেমিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ।” তিনি উপস্থিত সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামী আদর্শে অনুপ্রাণিত থেকে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরীনের সভাপতি ও মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ডাঃ আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যুব জামায়াত সভাপতি আব্দুল মালেক, ইউনিয়ন আমির মাওলানা আব্দুল মালেক মাস্টার, ইউনিয়ন সেক্রেটারি অহিদুল ইসলাম ও যুব সভাপতি রফিকুল ইসলাম রতন প্রমুখ।
শেয়ার করুন