বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মমতার শুভেচ্ছা পেয়ে প্রতিক্রিয়া দিলেন শাহরুখ খান

বলিউডের কিং শাহরুখ খানের ৬০তম জন্মদিন পালন করা হয়েছে ২ নভেম্বর। এই বিশেষ দিনে দেশ-বিদেশের অনুরাগীরা অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন।

এই শুভেচ্ছার মধ্যে অন্যতম ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন।

তবে জন্মদিনের এ দিনে শাহরুখ খান তার ভক্তদের সঙ্গে সরাসরি দেখা করেননি। নিরাপত্তার কারণে প্রকাশ্যে না আসায় তিনি ভক্তদের হতাশ করেছেন এবং এই জন্য ক্ষমা চেয়েছেন।

মমতা ব্যানার্জি তার শুভেচ্ছা বার্তায় লিখেছেন, “আমার ভাই শাহরুখ খান, ভারতীয় চলচ্চিত্রে তোমার অবদান অসাধারণ। তোমার অভিনয় জীবন আরও সমৃদ্ধ হোক।”

এবার শাহরুখ খানের প্রতিক্রিয়াও মমতা ব্যানার্জিকে লক্ষ্য করে এসেছে। তিনি ধন্যবাদ জানানোর পাশাপাশি কলকাতায় যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। শাহরুখ খান লিখেছেন, “মমতা দিদি, শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আপনাকে অনেক শুভেচ্ছা। খুব শিগগিরই আমি কলকাতায় আসব।”

এতে তার ভক্তদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। উল্লেখ্য, অতীতে প্রতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে শাহরুখ খান নিয়মিত উপস্থিত থাকতেন, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে নানা কারণে তার দেখা মেলেনি।

শেয়ার করুন