অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার :
নরসিংদীর মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ০৪ নভেম্বর মঙ্গলবার দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে মনোহরদীর শীতল হাওয়া রেস্টুরেন্ট মিলনায়তনে পিএফজি’র উদ্যোগে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করা হয় । প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ রাসেল আহমেদ ও ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য। প্রশিক্ষন শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন পিএফজি’র উপদেষ্টা আমিনুর রহমান সরকার দোলন।
প্রশিক্ষণে জেন্ডার বৈষম্য, জেন্ডার সমতা ও ন্যায্যতা, নারীর প্রতি সহিংসতার কারণ, ধরন, ফলাফল ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের পিস কো-অর্ডিনেটর কাজী আনোয়ার কামাল, পিস অ্যাম্বাসেডর আরিফুর রহমান ভূঞা, এমদাদুল হক টিটো, সাইদুর রহমান তসলিম, নার্গিস সুলতানা, ওয়েভ কো-অর্ডিনেটর মাসুদা আক্তারসহ অন্যান্য সদস্যবৃন্দ ও উইম্যান এগেনস্ট ভায়োলেন্স এভরিহয়্যার (ওয়েভ) প্ল্যাটফর্মের সদস্যরা অংশগ্রহণ করেন।
								
															




