মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মদিনা থেকে সুখবর পেলেন বিএনপি নেতা এমরান সালেহ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে দলের মনোনয়ন পেয়েছেন।
সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে এই আসনে তার নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মনোনয়ন পাওয়ার খবরটি জানতে পারেন পবিত্র মদিনা মনাওয়ারা থেকে। সেখান থেকেই নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানান এমরান সালেহ।
তিনি লিখেছেন—
শোকর আলহামদুলিল্লাহ। পবিত্র মদিনা মনাওয়ারায় বসে সুসংবাদটি পেলাম। হালুয়াঘাট ও ধোবাউড়ার নেতাকর্মীরা সবাই ধৈর্য ধরবেন, কেউ উল্লাস প্রকাশ করবেন না। সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ধানের শীষের প্রার্থীরা এক হয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে।

তিনি আরও জানান, আসনের অন্য মনোনয়নপ্রত্যাশী—সাবেক এমপি আফজাল এইচ খান এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালমান ওমর রুবেলের সঙ্গে একত্রে কাজ করবেন তিনি।
আমার সঙ্গে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তাঁদের নিয়েই আমি নির্বাচন করব ইনশাআল্লাহ। ৫ নভেম্বর সকালে দেশে ফিরে সবার সঙ্গে দেখা করব। আমার জন্য দোয়া করবেন, হালুয়াঘাট ও ধোবাউড়ার জনগণের পাশে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই।” —যোগ করেন তিনি।

শেয়ার করুন