সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মঠবাড়িয়ায় অটোচালক হৃদয় হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মোঃ নাইম,  পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় অটোচালক হৃদয় (১৭) হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল তিনটায় মঠবাড়িয়া রিকশা, অটোরিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

রিকশা, অটোরিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সগির মল্লিকের আহ্বানে আয়োজিত এ প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আউয়াল হোসেন। এতে স্থানীয় সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হৃদয় হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন,

“একজন দরিদ্র পরিবারের অটোচালককে নির্মমভাবে হত্যা করা মানবতাবিরোধী অপরাধ। আমরা এই ঘটনার দ্রুত বিচার চাই। যদি বিচার না হয়, তবে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

প্রতিবাদ সভায় অংশ নিয়ে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান বলেন,

“হৃদয় চাল কেনার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিল, কিন্তু সে আর ফিরে আসেনি। দুর্বৃত্তদের হাতে তার নির্মম মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই হত্যাকাণ্ড পুরো সমাজের হৃদয়ে আঘাত করেছে। প্রশাসনের প্রতি আমাদের জোর দাবি—ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করা হোক এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।”

ঘটনার পটভূমি

গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের কবুতরখালী গ্রামের আলমগীর হোসেনের ছেলে হৃদয় অটোরিকশা নিয়ে বের হয়, কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তার মোবাইল ফোনে কল দিলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন রিসিভ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

দুই দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া উপজেলার বহেরাতলা খাল থেকে বস্তাবন্দি অবস্থায় হৃদয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আব্দুল হালিম বলেন,

“এলাকাবাসীর খবরের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার মরদেহ শনাক্ত করেছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।”

এই হত্যাকাণ্ডে মঠবাড়িয়া জুড়ে নেমে এসেছে গভীর শোক ও ক্ষোভের ছায়া। স্থানীয়রা দ্রুত বিচার দাবি করে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন এই নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই ধামাচাপা না পড়ে।

Reply

Forward

Add reaction

শেয়ার করুন