বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোলার তজুমদ্দিনে পারিবারিক কলহে সংঘর্ষ, আহত ৬ জন

খন্দকার নিরব,  ভোলা প্রতিনিধি :

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মাওলানা কান্দি গ্রামে গত সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় পারিবারিক কলহের কারণে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ৬ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ২ জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

গুরুতর আহত মো. জসিম (৩৫) ভোলা সদর হাসপাতালে এবং রশিদ মাঝি (৩৫) তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকি ৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

আহত রশিদ মাঝি অভিযোগ করেছেন, “আব্দুর রহমান (২১), জাফর (২০), নাসিম (৩২), ফারুক (২১), মোতালেব (২২) এবং ফরহাদ আমাদের ওপর হঠাৎ হামলা চালায়।” অন্যদিকে, গুরুতর আহত জসিমের ভাই আব্দুর রহমান জানিয়েছেন, “গত ১ মাস ধরে আমার ভাতিজিকে শামসুদ্দিন এর ছেলে শাহিন ইভটিজিং করে আসছে। এবিষয়ে শাহিনকে গত ৩ দিন আগে জিজ্ঞাসা করলে তিনি উত্তেজিত হয়ে চলে যান, ফলে আজ বাজারে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। ইভটিজিংয়ের ঘটনা নিয়েই এই সংঘর্ষ শুরু হয়।”

এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দাখিল করেনি। তবে উভয় পক্ষই বিষয়টি সুষ্ঠু বিচারের মাধ্যমে সমাধান করার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন