স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করেছেন রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা। রোববার (২ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
কর্মসূচি থেকে শিক্ষার্থীরা আগামী ২০২৬ শিক্ষাবর্ষে পরীক্ষার মাধ্যমে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির দাবি জানান। এতে কয়েকশ শিক্ষার্থী ও বেশ কয়েকজন অভিভাবক অংশ নেন।
এসময় শিক্ষার্থীদের হাতে ‘লটারি না মেধা, মেধা মেধা’, ‘এডুকেশন ইজ অ্যা রাইট, নট প্রিভিলিজ’, ‘স্টুডেন্ট ডিজার্ভস ফেয়ার এডমিশন’, ‘লেটস ম্যারিট, নট লটারি’সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
শিক্ষার্থীরা জানান, লটারি পদ্ধতিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা বিভিন্নভাবে কটাক্ষের শিকার হন এবং প্রাইভেট ও কোচিংয়ে বাধ্য হন। তারা মনে করেন, ভর্তি পরীক্ষা চালু হলে এই ধরনের সমস্যার সমাধান হবে।
কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি জানান বেশ কয়েকজন অভিভাবক। তারা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত প্রকাশ করেন এবং লটারি পদ্ধতি বাতিল করে মেধার ভিত্তিতে ভর্তি নিশ্চিত করার প্রয়োজনীয়তা জানান।
২০২০ সাল থেকে ভর্তিতে লটারি পদ্ধতি চালু করা হয়েছে। প্রথমে প্রাথমিক পর্যায়ে এটি প্রবর্তিত হলেও পরে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত কার্যকর করা হয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে।
২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সামনে রেখে এবারও লটারি বনাম ভর্তি পরীক্ষা বিতর্ক শুরু হয়েছে। সরকারি মাধ্যমিকের শিক্ষার্থীরা লটারি বাতিল চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন।
গত ২৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি সংক্রান্ত সভায় লটারি পদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই এ সংক্রান্ত আদেশ জারি করা হবে। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লটারি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে কর্মসূচি চলছে।
স্কুলের প্রথম থেকে নবম শ্রেণির ভর্তি কার্যক্রম পরিচালনা করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক বিভাগ। বিভাগের কর্মকর্তা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সভায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে চিঠি আসার পর ভর্তির কার্যক্রম শুরু করা হবে।





