শনিবার, ১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরে মুখ খুললেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক জ্যোতি

নারী ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় হয়েছে বাংলাদেশের। টুর্নামেন্টে ৭ ম্যাচে ১ জয় নিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে আজ মঙ্গলবার নারী দল দেশে ফিরে এসেছে।

বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জ্যোতি বলেন, “ব্যক্তিগতভাবে আমি আমার মতো করে ব্যাটিং করতে পারিনি। আমার অফ ফর্ম মূলত দলকে প্রভাবিত করেছে। টপ অর্ডারে ভালো স্কোর থাকা প্রয়োজন, কিন্তু সেটা দিতে পারিনি।”

তিনি দলের অন্য খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, “সুপ্তা নিয়মিত রান করেছেন, সোবহানা ভালো করেছেন। স্বর্ণা এবং ঝিলিকও শুরুতে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছেন। যদি দল ধারাবাহিকভাবে খেলতে পারে, বড় ম্যাচ জেতা সম্ভব হবে।”

জ্যোতি মারুফার বোলিং নিয়েও মন্তব্য করেছেন, “মারুফা নতুন বলে ধারাবাহিক ছিলেন, কিন্তু কিছু ম্যাচে সমস্যা হয়েছে। মিডল ওভারে ওর বোলিংতে ছন্দ হয়নি, ফলে তাকে বারবার ব্যবহার করা কঠিন হয়ে উঠেছিল। তবু আমরা ওর কাছ থেকে আরও ভালো আশা করেছিলাম।

শেয়ার করুন