সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিসিবির বর্তমান কমিটির অধীনে খেলবে না ৪৩ ক্লাব

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির অধীনে আর কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না— এমন ঘোষণা দিয়েছে ঢাকার ৪৩টি ক্লাব। সোমবার (৩ নভেম্বর) ক্লাবগুলো বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত চিঠি জমা দিয়েছে।

সর্বশেষ বিসিবি নির্বাচনের সময় থেকেই বিসিবির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল মোট ৪৮টি ক্লাব। তারা নির্বাচন বর্জনের পাশাপাশি সময় পিছিয়ে দেওয়ার দাবিও জানিয়েছিল। কিন্তু দাবিটি গৃহীত না হওয়ায় নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয় নির্বাচন।

ফলাফল ঘোষণার পরপরই বিক্ষুব্ধ ক্লাবগুলো সংবাদ সম্মেলন করে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের ঘোষণা দেয় এবং নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে “অবৈধ” আখ্যা দেয়।

তবে পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি (সিসিডিএম) ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা সফল হয়নি।

সূত্র জানায়, “আমাদের হাতে ৪৩টি ক্লাবের স্বাক্ষরিত চিঠি এসেছে। তারা জানিয়েছে, বর্তমান বিসিবি প্রশাসনের অধীনে কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না। তবে তামিম ইকবাল ও খালেদ মাহমুদ সুজনের ক্লাব দুটি চিঠিতে নাম দেয়নি।”

ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত আছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন এবং গুলশান ক্লাবের সঙ্গে যুক্ত তামিম ইকবাল। দুজনই বিসিবির অধীনে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

এর আগে সিসিডিএম আগামী ১৮ নভেম্বর থেকে নতুন মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর ঘোষণা দেয়। দলবদল অনুষ্ঠিত হবে ৫ ও ৬ নভেম্বর, স্থান নির্ধারিত হয়েছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

উল্লেখ্য, মাত্র সাত মাসের ব্যবধানে আবারও নতুন মৌসুমের ঘোষণা দেয়ায় অনেক ক্লাবই অসন্তোষ প্রকাশ করেছে। তাদের মতে, একই ক্যালেন্ডার বছরের মধ্যে দুটি লিগ আয়োজন অযৌক্তিক।

ফলে স্পষ্টতই বোঝা যাচ্ছে, বিসিবি ও ক্লাবগুলোর দ্বন্দ্ব এখনও কাটেনি— এবং এই সংকটের কারণে দেশের ঘরোয়া ক্রিকেট কার্যক্রমে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শেয়ার করুন