জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপিকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা নিয়ে আলোচনায় বসার প্রস্তাব জানিয়েছেন।
রোববার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রস্তাব দেন।
তাহের বলেন, “জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে কোনো বিরোধে যেতে চায় না। যা করছেন, এখনই তা বন্ধ করুন। আসুন, আমরা মুখোমুখি বসে খোলামেলা কথা বলি।”
তিনি আরও বলেন, “দেশের সংকট নিয়ে আন্তরিকভাবে আলোচনায় বসা দরকার। বিএনপিকে আহ্বান করছি—এসে বসুন, আমরা একসাথে ভেবে দেখি কীভাবে একটি সত্যিকারের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গড়া যায়।”
জামায়াত নেতা জানান, রাজনৈতিক কৌশলের খেলায় তারা যেতে চান না। তিনি বলেন, “আমাদের আগামীকাল সোমবার দলীয় বৈঠক রয়েছে, সেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
মিডিয়ার প্রশ্নে তিনি বলেন, “এখন আমরা আনুষ্ঠানিকভাবে নয়, সংবাদমাধ্যমের মাধ্যমেই আহ্বান জানাচ্ছি। দেখি, বিএনপি কী প্রতিক্রিয়া জানায়।”




