সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাজেট স্বল্পতায় পরিপূর্ণ সংস্কার হচ্ছে না ‘জবির’ রফিক ভবনের

আশিকুর রহমান, (জবি প্রতিনিধি):
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঝুকিপূর্ণ ভবনের একটি ভাষা শহিদ রফিক ভবন। কখনো সিলিংয়ের প্লাস্টার খসে পড়ে, বৃষ্টি হলে পানি পড়ে। এই ঝুকিপূর্ণ অবস্থায় পাঠদান চলছে এ ভবনে। তবে বাজেট না পাওয়ায় পরিপূর্ণ সংস্কার হচ্ছে না ঝুকিপূর্ণ রফিক ভবনের। সূত্রে জানা যায়, ইতিহাস বিভাগ, বাংলা বিভাগ, মেডিকেল সেন্টার ও কাউন্সিলিং সেন্টার নিয়ে এই ভবন। দীর্ঘ দিন ধরে সংস্কারের কথা উঠলেও সংস্কার হয়না এই ভবনের। নামমাত্র সংস্কারে স্থান পায় সিলিংয়ে প্লাস্টার ও রং করা।
ঝুকি পূর্ণ এ ভবনের পরিপূর্ণ সংস্কার কেন হয় না জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, বাজেট না পাওয়ায়  রফিক ভবনের পরিপূর্ণ সংস্কার হচ্ছে না।  তিনি আরো বলেন, রফিক ভবনের পরিপূর্ণ সংস্কার করতে ৯৯ লাখ টাকা প্রয়োজন এবং এর বাজেটের জন্য ১ বছর অঁপেক্ষা করতে হবে। যার ফলে আমরা অস্থায়ীভাবে রফিক ভবনে কিছু সংস্কার করেছি।
এর আগে গত (২৩ জুলাই) রফিক ভবনের ছাদ খসে পড়ে সিঁড়িতে। অল্পের জন্য গায়ে পড়েনি এক শিক্ষার্থীর। এরপর অস্থায়ীভাবে সংস্কার করা হয় ভবনটি।
শেয়ার করুন