রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঘায় কাকন বাহিনীর গুলিতে প্রাণ গেল দুই কৃষকের

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

কুষ্টিয়ার ভেড়ামারা, পাবনার ঈশ্বরদী ও নাটোরের লালপুরের পর এবার রাজশাহীর বাঘায় গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে পদ্মা নদীতে ত্রাসের রাজত্ব কায়েমকারী কুখ্যাত সন্ত্রাসী ‘কাকন বাহিনী’।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে বাঘা উপজেলার হবির চরে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন পলাশী চরের মিনাজ মন্ডলের ছেলে আমান (৪০) ও নাজমুল হোসেন (৩৩)।
এছাড়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন দুই কৃষক — মনতাজ মন্ডল ও রাকিম মন্ডল। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত আমানের বাবা মিনাজ মন্ডল জানান, “হবির চরে নিজ ক্ষেতে খড় দেখতে গিয়েছিলাম। হঠাৎ স্পিডবোটে থাকা কাকন বাহিনীর সাতজন সদস্য অতর্কিতে গুলি চালায়। ভয়ে সবাই দিকবিদিক ছুটতে থাকে। পরে জানতে পারি, আমার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।”

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও বাঘা স্বাস্থ্যকেন্দ্রে যায়। সোমবার রাত আটটা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, এর আগেও কাকন বাহিনীর সদস্যরা কুষ্টিয়ার ভেড়ামারা, পাবনার ঈশ্বরদী ও নাটোরের লালপুরে সাধারণ কৃষক, জেলে, মাঝি ও নৌপথের ব্যবসায়ীদের ওপর হামলা, গুলিবর্ষণ ও লুটপাট চালিয়েছে। প্রতিটি ঘটনায় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, আর কত প্রাণহানি ঘটলে প্রশাসন কাকন বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে?

শেয়ার করুন