প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, বাংলাদেশ বর্তমানে সংকটপূর্ণ পরিস্থিতির মুখোমুখি। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রগতি নির্ভর করছে পরবর্তী নির্বাচনের সুষ্ঠু বাস্তবায়নের উপর। ভোট প্রক্রিয়ায় নিয়োজিত কর্মকর্তাদের দক্ষতা দেশের ভবিষ্যতের পথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনকে সামনে রেখে আনসার-ভিডিপি সদস্যদের ভোটকেন্দ্র নিরাপত্তা মহড়া ও চতুর্থ ধাপের কোম্পানি-প্লাটুন প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
সিইসি আরও বলেন, প্রচলিত নিয়মের বাইরে গিয়ে কার্যকর সমাধান বের করতে হবে। চ্যালেঞ্জের মুখে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। তিনি বলেন, রাজনৈতিক দলের সমন্বয় ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এবারের নির্বাচনে প্রায় ১০ লাখ মানুষ সরাসরি নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকবেন। এছাড়া জেল-খেল ও প্রবাসী ভোটারদের জন্য অ্যাপ ভিত্তিক ভোট প্রদান ব্যবস্থা চালু করা হয়েছে।
এছাড়া, এআই প্রযুক্তি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের অপব্যবহার বা নির্বাচনী কেলেঙ্কারি প্রতিরোধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান সিইসি।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, আসন্ন সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীকে বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে। তিনি জানান, এবারের নির্বাচনে প্রায় পাঁচ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন এবং গত এক বছরে এক লাখ ৪৫ হাজার নতুন সদস্য এই বাহিনীতে যোগদান করেছেন।





