বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) বাংলাদেশের উচ্চশিক্ষার অঙ্গনে একটি বিশেষায়িত নাম।সম্প্রতি দেশের একমাত্র এই পাবলিক মেরিটাইম বিশ্ববিদ্যালয়টি সম্প্রতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এই বছর ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার (সেকেন্ড টাইম) অংশগ্রহণকারীদের জন্য সুযোগ বজায় রাখা হয়েছে। এই বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানটি মূলত ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি অর্জনের জন্য প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। ২৮ অক্টোবর, ২০২৫ থেকে শুরু হয়ে ২৭ নভেম্বর, ২০২৫ পর্যন্ত এই ভর্তি প্রক্রিয়ার আবেদন অনলাইনে অফিসিয়াল সাইটে.bmu.edu.bd গ্রহণ করা হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি ও ৩১ জানুয়ারি, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা ২২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি, ২০২৬ তারিখ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রতিটি ফ্যাকাল্টির জন্য ৮০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের নৈর্ব্যত্তিক বা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে, যেখানে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। এই পরীক্ষায় শুধুমাত্র নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ রয়েছে। ভর্তি পরীক্ষার পাশাপাশি, মেধা তালিকা তৈরির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ওপরেও নম্বর বরাদ্দ রয়েছে। ১০০ শতাংশ নম্বরের মধ্যে ভর্তি পরীক্ষায় ৭০ শতাংশ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে যথাক্রমে ১০ শতাংশ ও ২০ শতাংশ নম্বর বিবেচিত হবে। দেশের প্রধান পাঁচটি বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর এবং রাজশাহীতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মেরিটাইম ইউনিভার্সিটির চারটি ফ্যাকাল্টির অধীনে ফ্যাকাল্টি অব আর্থ অ্যান্ড ওশান সায়েন্স (FEOS) এবং ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (FET)-এর মতো বিজ্ঞানভিত্তিক ফ্যাকাল্টির জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে ন্যূনতম জিপিএ ৪.০০ সহ উত্তীর্ণ হতে হবে।
এর পাশাপাশি, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ক্ষেত্রবিশেষে জীববিজ্ঞানের মতো মূল বিষয়গুলোতে ন্যূনতম ‘এ’ গ্রেড থাকার শর্ত রয়েছে। অন্যদিকে, ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসি (FMGP)-এর এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল’ এবং ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশন (FSA)-এর মতো বিভাগগুলোতে যেকোনো শাখা থেকে ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে, তবে সকল বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হয়।
এই সুনির্দিষ্ট শর্তগুলো শিক্ষার্থীদের তাদের পছন্দের বিষয়ে আবেদনের পূর্বে যাচাই করে নিতে হবে।উল্লেখ্য বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা জয়ের ফলে সৃষ্ট নীল অর্থনীতির অপার সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য এই বিশ্ববিদ্যালয় বিশেষায়িত জ্ঞান ও দক্ষতা সরবরাহ করে।
এখান থেকে ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা শুধু দেশের মধ্যেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও মার্চেন্ট শিপিং, বন্দর ব্যবস্থাপনা, উপকূলীয় প্রকৌশল, তেল-গ্যাস অনুসন্ধান, নৌবাহিনী এবং মেরিটাইম আইনসহ বিভিন্ন উচ্চ বেতনের পেশায় যোগদানের সুযোগ পায়।মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসি কিংবা নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং-এর মতো বিষয়গুলো দেশের সমুদ্র সংশ্লিষ্ট শিল্পে বিশেষজ্ঞের অভাব পূরণ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ২৮ অক্টোবর ২০২৫
আবেদন শেষ: ২৭ নভেম্বর ২০২৫
এডমিট কার্ড উত্তোলন: ২২-২৯ জানুয়ারি ২০২৬
ক্লাস শুরু হতে পারে: মে ২০২৬
বিস্তারিত তথ্য পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.bmu.edu.bd ও ইমেইল honsadmission@bmu.edu.bd এ যোগাযোগ করতে হবে। একই সঙ্গে সহকারী অধ্যাপকদের নম্বর ০১৭৯৯-১০১০১৫, ০১৭২১-১২২৫৮৮সহ অন্যান্য নম্বরগুলোতে সেবা গ্রহণের সুযোগ রয়েছে।





