রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশি বোলারদের দাপটে ওয়েস্ট ইন্ডিজ থামল ১৬৫ রানে

টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আজ সোমবার অ্যান্টিগায় অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ইনিংসের শুরুতেই আগ্রাসী ব্যাটিং করেন ওপেনার ব্র্যান্ডন কিং। তিনি ৩৮ বলে ৪৬ রান করেন, যার মধ্যে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। অধিনায়ক রোভম্যান পাওয়েলও দ্রুত ৩১ রান যোগ করেন। শেষদিকে রোমারিও শেফার্ডের ১২ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস দলীয় স্কোর বাড়িয়ে দেয়।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন তাসকিন আহমেদ। তিনি ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম নেন একটি করে উইকেট। স্পিন বিভাগে সাকিব আল হাসান ৪ ওভারে ৩০ রান খরচ করলেও শেষ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

জবাবে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নামবে বাংলাদেশ। ইনিংসের শুরুতে দায়িত্ব থাকবে ওপেনার লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর কাঁধে। দলের বড় ভরসা অধিনায়ক সাকিব আল হাসান ও তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়।

দুই দলের এই ম্যাচটি সিরিজের প্রথম মুখোমুখি লড়াই। ওয়েস্ট ইন্ডিজ জয় দিয়ে শুরু করতে চায়, অন্যদিকে বাংলাদেশ দল খুঁজছে বিদেশের মাটিতে জয় পাওয়ার আত্মবিশ্বাস।

শেয়ার করুন