রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বগুড়ায় সাবেক চেয়ারম্যান রাজু পালিয়েও শেষ রক্ষা হলো না র‍্যাবের জালে প্রেপ্তার 

লতিফুল করিম বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়া সহ পালিয়ে যাওয়া  একাধিক মামলার  আসামি আওয়ামীলীগ নেতা সাবেক ভাইস চেয়ারম্যান, রাজু কে  গ্রেপ্তার করেছে  বগুড়া র‍্যাব ১২ সদস‍্যরা।

গতরাত্রী সন্ধায় ঢাকা জেলার আশুলিয়ার নবীনগর এলাকা থেকে র‍্যাবের যৌথঅভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া  র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার এটিসি স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ  সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়  পুলিশের উপর হামলা করে হাতকড়া সহ পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামি বগুড়ার শিবগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা  মোঃ রেজ্জাকুল হাসান ওরফে রাজু(৪৬) ঢাকা জেলার আশুলিয়ার নবীনগর এলাকায় একটি বাড়িতে অবস্থান করছে এমন সংবাদে সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এবং, সিপিসি-২ সাভার, র‌্যাব-৪ এর যৌথ অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজুকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য   গত ০৪ অক্টোবর সন্ধার সময়  বগুড়া জেলার শিবগঞ্জ থানার পলাতক আসামী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজ্জাকুল হাসান ওরফে রাজু(৪৬) তার নিজ বাড়ির পাশে  সাইফুল ইসলামের মুদি দোকানের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিক্তিতে  পুলিশ ঘটনাস্থলে পৌছা মাত্রই রাজু  পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করে। তাকে  মোটরসাইকেল যোগে থানায় নিয়ে আসার সময় আসামী চিৎকার ও চেঁচামেচি শুরু করলে ২শতাধিক  পুরুষ ও মহিলা হাতে বাঁশের লাঠি, লোহার রড সহ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে  দলবদ্ধ হয়ে  মব সৃষ্টি করে পুলিশের উপর আক্রমন ও সরকারী কাজে বাধাদান করে আসামী মোঃ রেজ্জাকুল হাসান ওরফে রাজু(৪৬) কে  হ্যান্ডকাপসহ তাকে ছিনিয়ে নিয়ে যায়।

শেয়ার করুন