সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন: মাদক ব্যবসায়ী ও চোরাচালানকারীদের গ্রেপ্তারের দাবি

গোলাম মোস্তফা :

জামালপুরের বকশীগঞ্জে মাদক বিক্রি, সেবন ও চোরাচালান রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে সীমান্তবর্তী বগারচর ইউনিয়নের সারমারা বাজারে স্থানীয় সচেতন ছাত্র ও যুব সমাজের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

 

মানববন্ধনে বিপুল সংখ্যক স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, ধর্মীয় নেতা, ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বকশীগঞ্জ উপজেলাজুড়ে বিশেষ করে ভারতীয় সীমান্তবর্তী বগারচর এলাকায় মাদক প্রবেশ ও বিস্তারের মাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে তরুণ প্রজন্ম মাদকের ছোবলে নিঃশেষ হয়ে যাচ্ছে, সমাজে নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা বাড়ছে।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক জাহিদ আলম, যুবদল নেতা এসএম মনির, ক্যামব্রিজ স্কুলের প্রতিষ্ঠাতা খালেদ সাইফুল্লাহ মিষ্টার, সমাজকর্মী নুর আলম, শিক্ষার্থী আলেয়া আক্তার ও রাজিব হাসানসহ অনেকে।

 

বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সীমান্ত এলাকায় মাদকের প্রবেশ ও পাচার রোধে পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা দ্রুত সময়ের মধ্যে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “মাদকমুক্ত বগারচর চাই”, “মাদক ব্যবসায়ীদের বিচার চাই”, “যুব সমাজকে বাঁচাও—দেশকে বাঁচাও” ইত্যাদি বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয় জনগণ জানান, প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

শেয়ার করুন