রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 

 মোহাম্মদ গোলাম মস্তফা :

“আমি কন্যা শিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জামালপুরের বকশীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবীবুর রহমান সুমন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, এবং সাংবাদিক রাশেদুল ইসলাম রনি।

সভায় বক্তারা বলেন, কন্যা শিশুরা জাতির ভবিষ্যৎ এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের সুশিক্ষা, সুরক্ষা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে পারলেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব। তারা কন্যা শিশুদের প্রতি সমাজের ইতিবাচক মনোভাব, সুযোগ ও সহায়তা বৃদ্ধির আহ্বান জানান।

এসময় কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কন্যা শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা গান, কবিতা ও বক্তব্যের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও কন্যা শিশুর অধিকার প্রতিষ্ঠার বার্তা তুলে ধরেন।

শেয়ার করুন