শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফোনের অপ্রকাশিত ছবিতেও নজর দিচ্ছে ফেসবুকের এআই

ফেসবুক ব্যবহারকারীদের ফোনে তোলা অপ্রকাশিত ছবিগুলোতেও নজর রাখতে শুরু করেছে। মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারটি বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার সব ব্যবহারকারীর জন্য চালু হয়েছে।

মেটা জানিয়েছে, ব্যবহারকারীরা স্বচ্ছন্দে এই ফিচার ব্যবহার করতে পারবেন। এটি কোলাজ, জন্মদিনের থিম, স্মৃতিচারণ বা ডিজাইন সাজেশন তৈরি করতে সাহায্য করবে। তবে অংশ নিতে ব্যবহারকারীর স্পষ্ট অনুমতি প্রয়োজন। সম্মতি দিলে মেটার এআই ব্যবহারকারীর ফোন থেকে নির্দিষ্ট সময় অন্তর ছবিগুলো মেটার ক্লাউড সার্ভারে পাঠাবে এবং সেখানে ছবি বিশ্লেষণ করে সম্পাদনা বা পোস্টের পরামর্শ দেবে।

মেটা জানিয়েছে, এসব ছবি বিজ্ঞাপন বা লক্ষ্যভিত্তিক প্রচারের কাজে ব্যবহার করা হবে না। তবে যদি ব্যবহারকারী ছবিটি ফেসবুকে পোস্ট করেন, তবে তা মেটার এআই মডেল উন্নয়নে কাজে লাগতে পারে। অনুমতি দিলে মেটা ছবিতে থাকা মানুষ, বস্তুর উপস্থিতি, সময় ও অবস্থান সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করতে পারবে, যার মাধ্যমে ছবি পরিবর্তন বা নতুন ছবি তৈরির কাজ সম্ভব।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই ফিচার ব্যবহারকারীর আচরণ, রুচি ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিশাল তথ্যভান্ডার তৈরি করবে। ফলে মেটা এআই প্রতিযোগিতায় অন্যদের চেয়ে এগিয়ে যাবে, তবে গোপনীয়তা নিয়ে উদ্বেগও বাড়বে।

এর আগে মেটা ঘোষণা করেছিল, ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশিত পাবলিক পোস্ট, মন্তব্য ও ছবি তাদের এআই প্রশিক্ষণে ব্যবহার হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীরা ২০২৫ সালের ২৭ মে পর্যন্ত এই প্রক্রিয়া থেকে নিজেদের নাম প্রত্যাহারের সুযোগ পেয়েছিলেন।

ফোনে তোলা অপ্রকাশিত ছবিগুলোও এখন ফেসবুকের এআই-এর আওতায়। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার প্রশ্ন নতুনভাবে সামনে এসেছে।

শেয়ার করুন