যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রকাশ করেছেন যে, তিনি ২০২৮ সালের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বৃহস্পতিবার, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাথে এক সাক্ষাৎকারে ৬১ বছর বয়সী হ্যারিস বলেন, “আমার বিশ্বাস, আমাদের জীবদ্দশায় শেষ পর্যন্ত একজন নারী হোয়াইট হাউসের শীর্ষ পদে বসবেন।”
যখন তার কাছে প্রশ্ন করা হয় যে, সেই নারী নিজেই হতে পারেন কি না, তখন হ্যারিস হেসে উত্তর দেন, “সম্ভব।” তিনি আরও জানান, “আমি এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। জনসেবার প্রতি আমার দীর্ঘদিনের আগ্রহ ও দায়বদ্ধতা আমার রক্তে মিশে আছে। মানুষের সেবার নানা উপায় আছে, তবে ভবিষ্যতে আমি ঠিক কী করব, তা এখনই বলা যাচ্ছে না।”
গত ২০২৪ সালের নির্বাচনে, প্রেসিডেন্ট জো বাইডেনের এক বিতর্কে দুর্বল পারফরম্যান্সের পর তিনি নির্বাচনী দৌড় থেকে সরে যান। এরপর কমলা হ্যারিস ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে এগিয়ে যান, কিন্তু নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন।
২০২৮ সালের নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ইতিমধ্যেই মার্কিন গণমাধ্যমে জল্পনা শুরু হয়েছে। ডেমোক্র্যাট দলে সম্ভাব্য প্রার্থীর তালিকায় নাম রয়েছে কমলা হ্যারিসের পাশাপাশি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এবং কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজের।
রিপাবলিকান দলে, বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে শীর্ষ প্রার্থী হিসেবে আলোচনা করা হচ্ছে। যদিও সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট দুইবারের বেশি নির্বাচিত হতে পারবেন না, তবুও ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে, তিনি তৃতীয়বারও প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।





