সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফিলিস্তিনি বন্দি নির্যাতনের ভিডিও ফাঁস, ইসরায়েলি প্রসিকিউটর গ্রেফতার

ফিলিস্তিনি বন্দি নির্যাতনের একটি ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় ইসরায়েলে সাবেক সামরিক প্রসিকিউটর ইফাত টোমার-ইয়েরুশালমিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার সূত্রপাত ঘটে সেই ভিডিও ফাঁস হওয়ার পর। ভিডিওতে দেখা যায়, ইহুদি সেনারা একজন ফিলিস্তিনি বন্দিকে নির্যাতন করছেন। এরপরই টোমার-ইয়েরুশালমি পদত্যাগের ঘোষণা দেন। তবে রবিবার পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি নিখোঁজ হন, এবং প্রকাশিত প্রতিবেদনগুলোতে সম্ভাব্য আত্মহত্যার চেষ্টা নিয়ে জল্পনা ছড়ায়।

ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তার পদত্যাগপত্রে টোমার-ইয়েরুশালমি স্বীকার করেছেন, গত বছর তার অফিসই ভিডিওটি গণমাধ্যমের কাছে প্রকাশ করেছে। ঘটনার পরই কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে তদন্তের আওতায় নিয়ে আসে।

এই ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলোও উদ্বেগ প্রকাশ করেছে এবং ইসরায়েলি সরকারের পদক্ষেপকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

সূত্র: ব্লুমবার্গ, টাইমস অব ইসরায়েল

শেয়ার করুন