জনপ্রিয় অনুসন্ধানী প্রতিবেদনমূলক অনুষ্ঠান প্রেক্ষাপট উপস্থাপনায় আসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। ১ নভেম্বর থেকে এই সচেতনতামূলক অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যাবে মমকে।
জাকিয়া বারী মম জানিয়েছেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি এ অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব নিয়েছেন। প্রেক্ষাপট অনুষ্ঠানে সমাজের চারপাশের সমস্যা এবং তার সমাধানের পথ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতি শনিবার রাত ৮টায় শুধুমাত্র বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোর-এ প্রচার হয় অনুষ্ঠানটি। জাকিয়া বারী মমর উপস্থাপনায় প্রথম পর্বে যশোরের ভবদহের জলাবদ্ধতা সমস্যা তুলে ধরা হবে। বছরের পর বছর ধরে থাকা এ জলাবদ্ধতা কীভাবে সেখানকার মানুষকে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে, তার করুণ কাহিনি দেখা যাবে এই পর্বে।





