শনিবার, ১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজে ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

আখতার হোসাইন খান জেলা প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ ক্যারিয়ার ক্লাবের আয়োজনে এবং Future Track-এর সহযোগিতায় “Shape Your Career Abroad” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২৯ অক্টোবর ) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে সঠিক দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যাপক আনিসুর রহমান। সেমিনারটি সঞ্চালনা করেন হাসিবুর রহমান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হিসাববিজ্ঞান বিভাগ, লক্ষ্মীপুর সরকারি কলেজ।

মূল বক্তব্য উপস্থাপন করেন Future Track প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। এছাড়া বক্তব্য রাখেন ক্যারিয়ার ক্লাবের আহ্বায়ক জহির উদ্দিন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ।

বক্তারা শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনা, স্কলারশিপ, ভিসা প্রক্রিয়া ও ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে বাস্তবভিত্তিক তথ্য তুলে ধরেন। সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিষয়বস্তুভিত্তিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা লাভ করেন।

শেয়ার করুন