রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

“প্রবীণদের প্রতি রাষ্ট্রের দৃষ্টি আরও দৃঢ় হওয়া উচিত: ফারুক ই আজম”

মুক্তিযোদ্ধা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেছেন, প্রবীণ নাগরিকদের প্রতি রাষ্ট্রের যত্ন আরও দৃঢ় হওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, এই মনোযোগের অভাব সমাজ ও রাষ্ট্র থেকে প্রবীণরা অনেকাংশে অবহেলিত হয়েছেন। তাদের প্রায়ই অবহেলিত অবস্থায় থাকতে হয়েছে, যা আমাদের সামাজিক দায়িত্ব। “কারণ আমরা নিজেদের হাতে এই রাষ্ট্র ও সমাজের কাঠামো তৈরি করেছি,” যোগ করেন তিনি।

শুক্রবার (৩১ নভেম্বর) রাতে নগরীর সিনিয়র্স ক্লাবে ‘দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির’ অষ্টম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, “দেশে অবসর প্রাপ্ত নাগরিকরা রাষ্ট্র থেকে তেমন কোনো সহায়তা পাননি; এছাড়াও অনেকেই পরিবার ও সমাজ থেকেও উপেক্ষিত হয়ে যান।”

ফারুক ই আজম আরো উল্লেখ করেন, “আমাদের সমাজে কখনো কখনো খারাপ চরিত্রগুলোই নায়ক হয়ে ওঠে। এই অন্ধকার অধ্যায় আর যেন না ঘটে, তা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া আমাদের দায়িত্ব। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এমন একটি সমাজ গড়ে তোলা জরুরি, যেখানে সবাই নিরাপদ ও সম্মানজনকভাবে বসবাস করতে পারবে।”

তিনি বলেন, “আমরা সামাজিক বিভাজন দূর করতে চাই। যত বিভেদ আছে, তা মুছে ফেলা এবং সুসংগঠিত সামাজিক সমন্বয় গড়ে তোলা অত্যন্ত জরুরি।”

আলোচনা সভায় সংগঠনের সভাপতি, দৈনিক আজাদী সম্পাদক এবং একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দিলীপ কান্তি দাশ, সাধারণ সম্পাদক লায়ন সিরাজুল হক আনসারী, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এ এম কামাল উদ্দিন চৌধুরী, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, উপদেষ্টা ডা. মাহবুবুল হক চৌধুরী, আজীবন সদস্য লায়ন নুরুল আলম, লায়ন আহসান, মাহবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, সাংবাদিক মঈনুদ্দীন কাদেরী শওকত, ডা. দুলাল দাশ, লায়ন আবদুস সামাদ খান, লায়ন জাহাঙ্গীর মিঞা, মীর মোজাফ্ফর হোসেন ও লায়ন স্বপন কুমার পালিত প্রমুখ।

শেয়ার করুন