বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে পদযাত্রায় এগোচ্ছে ইসলামি দলগুলো

জাতীয় নির্বাচনের আগে পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য যুগপৎ আন্দোলনে থাকা জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি দল বৃহস্পতিবার (৬ নভেম্বর) পদযাত্রা শুরু করেছে। তারা প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে যমুনা অভিমুখে অগ্রসর হচ্ছেন।

পদযাত্রা সকাল থেকে রাজধানীর শাপলা চত্বর থেকে শুরু হয়ে দুপুর ১২টায় পুরানা পল্টন মোড়ে পৌঁছেছে। এতে দলগুলোর শীর্ষনেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, শাপলা চত্বর থেকে মিছিল নিয়ে দলগুলো সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে নেতারা সরকারকে তাগিদ দেন—গণভোট এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করা, নির্বাচনের সময় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং সারাদেশে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির প্রয়োজন।

গত বুধবার (৫ নভেম্বর) আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, “আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে আমরা লিখিতভাবে আমাদের দাবি দেব। আমাদের দাবি আগের মতোই স্পষ্ট—গণভোট অবশ্যই নির্বাচনের আগে এবং পৃথক দিনে অনুষ্ঠিত হোক।”

দলগুলোর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও সেই আদেশের ওপর নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চকক্ষে সংখ্যানুপাতে (পিআর) প্রতিনিধিত্ব নিশ্চিত করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠা, ‘ফ্যাসিস্ট’ শাসক সরকারের জুলুম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এই পদযাত্রায় অংশ নেওয়া আটটি ইসলামি দলের মধ্যে রয়েছে—জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

শেয়ার করুন