পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে শেখ রেহানা, তাঁর মেয়ে টিউলিপ সিদ্দিক, অন্য মেয়ে আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি)–এর বিরুদ্ধে দায়ের হওয়া তিন মামলায় রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২ নভেম্বর) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলম এ সংক্রান্ত আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে মামলাগুলোর সাক্ষ্যগ্রহণের ধারাবাহিকতায় আরও ছয়জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন আদালত। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ নভেম্বর।
এর আগে গত ২৯ অক্টোবর, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলকে আসামি করে দায়ের হওয়া অন্য তিন মামলায়ও খুরশীদ আলমকে গ্রেপ্তার দেখানো হয়।
দুদকের আবেদনের পর ৩০ অক্টোবর তাঁর উপস্থিতিতে শুনানির দিন ধার্য করা হয়। রবিবার সকালে তাঁকে আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয় এবং পরে ষষ্ঠ তলায় বিচারকের সামনে তোলা হয়। বিচারক অভিযোগ পাঠ করে শোনানোর পর তাঁর বক্তব্য জানতে চান। খুরশীদ আলম নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। পরবর্তীতে আদালত তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, এদিন সাক্ষ্য দিয়েছেন—প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি, মোটর ক্লিনার উজ্জল হোসেন, সাবেক সাবরেজিস্ট্রার জাহিদুর রহমান ও রাকিবুল ইসলাম, কর বিভাগের আইন কর্মকর্তা হানিফ দিহিদার, এবং রাজউকের সহকারী আব্দুর রহীম।
এ পর্যন্ত শেখ রেহানা ও তাঁর তিন সন্তানকে আসামি করে করা তিন মামলায় মোট ২৪ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।
মামলার অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সাবেক প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, এবং রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞাসহ আরও কয়েকজন সাবেক সদস্য ও কর্মকর্তারা।
২০২৪ সালের ২৬ ডিসেম্বর দুদক এই ঘটনায় অনুসন্ধান শুরু করে। অনুসন্ধান শেষে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের প্রমাণ মেলায় সংস্থাটি চলতি বছরের ১০ মার্চ ছয়টি মামলায় অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেয়।




