রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

‎পিএইচডি গবেষকদের জন্য বৃত্তি চালু করা হবে-জবি উপাচার্য

‎আশিকুর রহমান, ‎জবি প্রতিনিধি :
‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, থিসিস শিক্ষার্থীদের গবেষণা সহায়তার পাশাপাশি খুব শীঘ্রই পিএইচডি গবেষকদের জন্য অনুরূপ বৃত্তি চালু করা হবে।
‎আজ রোববার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স রুমে স্নাতকোত্তর পর্যায়ের থিসিস শিক্ষার্থীদের গবেষণা সহায়তা হিসেবে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
‎সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. রেজাউল করিম স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একাডেমিক ও গবেষণামুখী শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছা ও দোয়ার নিদর্শনস্বরূপ কিছু করতে পারায় আমরা আনন্দিত।”
‎বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “গবেষণার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের থিসিসে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ ধরনের অনুদান প্রদান একটি যুগোপযোগী পদক্ষেপ। অনুদানের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে এটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করবে।”
‎অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের রুটিন দায়িত্বে নিয়োজিত অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।
‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই প্রথম উদ্যোগের আওতায় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অধীনে ২৭টি বিভাগের মোট ৩৫৪ জন শিক্ষার্থীকে প্রায় ৫০ লক্ষ টাকার গবেষণা অনুদান প্রদান করা হচ্ছে। প্রতিটি শিক্ষার্থী ১৪,১২৪ টাকা করে অনুদান পাবেন, যা ২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় “থিসিস শিক্ষার্থীদের বৃত্তি” হিসেবে বিবেচিত হবে। এ অর্থ শুধুমাত্র গবেষণাসংক্রান্ত কাজে ব্যয়যোগ্য।
‎অনুষ্ঠানে প্রতিটি অনুষদ থেকে দু’জন করে শিক্ষার্থী উপাচার্যের কাছ থেকে চেক গ্রহণ করেন। অবশিষ্ট শিক্ষার্থীরা আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তর থেকে পরিচয়পত্র বা প্রবেশপত্র প্রদর্শনের মাধ্যমে তাদের চেক সংগ্রহ করতে পারবেন।
‎অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রভোস্ট এবং বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন