রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাসপোর্টের ডিজাইন পাল্টাতে যাচ্ছে পাকিস্তান

পাকিস্তান সরকার শিগগিরই দেশের জাতীয় পাসপোর্টের নকশা সম্পূর্ণভাবে পরিবর্তন করতে যাচ্ছে। নতুন পাসপোর্টে আধুনিক ডিজাইনের পাশাপাশি যুক্ত হবে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য এবং ফুটে উঠবে দেশটির ঐতিহ্য ও স্থাপত্যের প্রতিচ্ছবি।

বুধবার সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম সামা টিভি।

চার প্রদেশের ঐতিহ্য থাকবে নতুন নকশায়
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিজিআইপি) জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর নতুন পাসপোর্ট প্রিন্টের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। এতে পাকিস্তানের চারটি প্রদেশ—পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানের ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক নিদর্শন স্থান পাবে।

কর্মকর্তারা জানান, নতুন ডিজাইনের মূল লক্ষ্য হলো পাকিস্তানের জাতীয় পরিচয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে বিশ্বদরবারে তুলে ধরা, যাতে নাগরিকরা নিজেদের ঐতিহ্যের প্রতীক হিসেবে পাসপোর্ট বহন করতে পারেন।

শেয়ার করুন