মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনা-৩ আসনে বিএনপির প্রবীণ নেতাদের নিয়ে নির্বাচন করতে চাই: হাসান জাফির তুহিন

পাবনা প্রতিনিধি :
অন্যান্য যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করলেন পাবনা-৩ আসনে (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কৃৃষিবিদ হাসান জাফির তুহিন। একইসঙ্গে তিনি নির্বাচিত হলে সর্বত্র সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন।

সোমবার (০৩ নভেম্বর) রাতে পাবনার চাটমোহর উপজেলার বোঁথড় গ্রামে অবস্থিত বাসভবনে দলীয় মনোনয়ন পাওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

বিএনপি’র মনোনয়ন পাওয়ায় আল্লাহ্ তাআ’লার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন তুহিন। একইসাথে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা এবং বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর উপজেলার বিএনপির অভিজ্ঞ প্রবীণ নেতাদের পরামর্শ নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই। পাবনা-৩ আসন সারাদেশের মধ্যে একটি অবহেলিত এলাকা। এই এলাকায় শান্তি প্রিয় মানুষের বসবাস। সকলের সহযোগিতা নিয়ে নির্বাচন পরিচালনা করবো এবং গণতান্ত্রিক চর্চার ধারা অব্যাহত রাখতে চাই।’

বিগত সরকারের সময় জনগণের ভোটাধিকার হনন করা হয়ে ছিলো উল্লেখ করে কৃষিবিদ তুহিন বলেন, ‘দীর্ঘবছর পর আগামী নির্বাচনে জনগণ ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছেন। তিনি পাবনা-৩ আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য আহ্বান জানান।’

তিনি বলেন, ‘পাবনা-৩ আসনের জন্য দলীয় মনোনয়ন প্রত্যাশি সকল প্রার্থীকে সম্প্রতি দলীয় প্রধান কার্যালয়ে ডেকে নিয়ে শীর্ষ নেতৃবৃন্দ ঐক্য বজায় রাখতে মনোনয়নপ্রাপ্ত দলীয় প্রার্থীকে নির্বাচিত করার নির্দেশ প্রদান করেছেন। আমি নিজে তিন উপজেলার সিনিয়র নেতৃবৃন্দকে সাথে নিয়ে তাদের বাসায় গিয়ে ধানের শীষের পক্ষে নির্বাচনী কাজ করার অনুরোধ জানাবো। সকলকে সাথে নিয়ে প্রতিটি উপজেলা, প্রতিটি ইউনিয়ন এবং প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে।’

সাংবাদিকদের সহযোগিতা কামনা করার পাশাপাশি মিথ্যা সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে হাসান জাফির তুহিন বলেন, ‘আপনারা নিজের এলাকাকে ভালবেসে একটু সতর্ক থাকবেন, সেভাবে আপনাদের সংবাদ পরিবেশন করবেন। যাতে কোনো অসত্য সংবাদ প্রকাশে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত না হয়। আচরণবিধি মেনেই নির্বাচন পরিচালনা করা হবে। আইনের ব্যতয় ঘটলে, অভিযোগ সত্য হলে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। স্বল্প সময়ের মধ্যে তিন উপজেলার সাংবাদিকদের ডেকে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করা হবে।’

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে হাসান জাফির তুহিন বলেন, ‘নির্বাচিত হলে সর্ব প্রথম যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবো। একইসাথে এই এলাকায় গবাদিপশু পালন, দুধ-ডিম, মাছ-মাংস খাতের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবো।’

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, ফরিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আব্দুন দায়েন মঞ্জু, বিএনপি নেতা রফিকুল ইসলাম, এনামুল হক, হাসান জাফির তুহিনের সহধর্মিণী নিলুফা জাফির, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, রবিউল করিম তারেক, পৌর বিএনপির সাবেক সভাপতি এ এম জাকারিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্তাজ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, বিএনপি নেতা ভিপি সেলিম রেজা সহ চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন পাবনা-৩ আসনে বিএনপি দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। সোমবার রাতে পাবনার চাটমোহর উপজেলার বোঁথড় গ্রামে।
শেয়ার করুন