বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে সৌদি সরকারের উপহারের দুম্বার মাংস বিতরণ

রেজুয়ান, পাঁচবিবি প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসের আয়োজনে রাজকীয় সৌদি সরকার থেকে পাঠানো কোরবানির পশুর মাংস বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৬৫’টি এতিমখানা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের মুহতামিম ও পরিচালকের মধ্যে সৌদি সরকারের উপহারের দুম্বার মাংস গুলো বিতরণ করা হয়। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ মাংসগুলো এতিমখানা মাদ্রাসার মাঝে সুষম বন্টন করে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক,অফিস সহকারী মোঃ জুয়েল রানা ও পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আজাদ আলী। তিনি বলেন, সৌদি সরকার গরীব অসহায় ব্যাক্তি ও প্রতিষ্ঠানের নিমিত্তে কোরবানির পশুর মাংসগুলো পাঠিয়েছেন। পাঁচবিবি উপজেলার ৬৫’টি প্রতিষ্ঠানে ১৭৬ প্যাকেট মাংস বরাদ্দ ছিল ।
শেয়ার করুন